ঢাকারবিবার , ১৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রলীগ নেতাকর্মীদের হা ম লা য় গুরুতর আ হ ত হয়েছেন ছাত্রদলের সদস্য সচিব

rising sylhet
rising sylhet
আগস্ট ১৭, ২০২৫ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

ads

জগন্নাথপুর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত হয়েছেন ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির ( ৩০)।

শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের গোয়ালগাঁও নামক স্থানে এ ঘটনা ঘটে। ঘটনার পর আহত ছাত্রদল নেতার আর্তচিৎকারে স্থানীয়রা উদ্ধার করে তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোছাব্বির আহমেদ বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সন্ত্রাসীরা শামসুল ইসলাম জাবিরকে প্রাণে হত্যার উদ্দেশ্য এ ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটায়। ফ্যাসিবাদের দোসরদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। নতুবা এর দায় প্রশাসনকে নিতে হবে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব ইমতিয়াজ ভুঞা বলেন, ‘জগন্নাথপুর উপজেলায় এক ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা যায়, শনিবার দিবাগত রাত সাড়ে ৩ টায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর পশ্চিমপাড়া বিএনপি নেতা মোসাব্বিরের বাড়ি হতে অসুস্থ রোগী দেখে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি ফেরার পথে গোয়ালগাঁও নামক স্থানে অতর্কিত আক্রমণের শিকার হন। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়নের নেতা মোমসাদ মিয়ার নেতৃত্বে এই হামলা করা হয় বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।