এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় গাজিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।গ্রেফতার যুবকের নাম আকাশ আহমদ (২৫) ।
কুলাউড়া থানার ওসি গোলাম আপছার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে বিভিন্ন উসকানীমূলক পোস্ট এবং বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের হামলার আসামী হিসাবে তাকে গ্রেফতার করা হয়। সোমবার তাকে কোর্টে সোপর্দ করা হয়।
আটককৃত আকাশ উপজেলার জয়চন্ডি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক। তিনি কুলাউড়া থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা এবং বিম্ফোরক মামলার এজাহারভুক্ত ২ টি মামলার আসামী।
৩৯ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।