raising sylhet
ঢাকাসোমবার , ৩০ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে সিডাব’র দোয়া মাহফিল

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিডাব’র ভাইস প্রেসিডেন্ট এমরান আহমদ চৌধুরী বলেছেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ স্বৈরাচার শেখ হাসিনার জুলুমের হাত থেকে মুক্ত হয়েছে। এ আন্দোলনের চূরান্ত রুপ ধারন করে গত আগস্টে যখন দেশের সকল শ্রেণি-পেশার মানুষ রাস্তায় নেমে আসে। আন্দোলনে প্রায় দুই হাজার মানুষের প্রাণ ও লক্ষাধিক আহতদের ত্যাগের বিনিময়ে আমরা গনতান্ত্রিক পরিবেশে ফিরে আসার সুযোগ পেয়েছি। তাদের এ আত্মত্যাগ আমরা কখনো ভুলব না।

সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (সিডাব) এর উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সকল শহীদদের স্মরণে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) সিলেট নগরীর জিন্দাবাজার নিউ শ্যামলী শপিং সেন্টারের ২য় তলায় সিডাব সিলেট অফিসের হলরুমে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

 

সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (সিডাব) এর প্রেসিডেন্ট সোলেমান হোসেনের সভাপতিত্বে ও শাহজালাল আই কেয়ারের চেয়ারম্যান ও সিডাব’র কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহেদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিডাব’র সেক্রেটারি রেজাউল করিম হিরন। অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থ্যতা কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আসলাম রহমানী।

২০ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।