ছিটকে গিয়েছিলেন মুশফিকুর রহিম, এবার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তাই নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ।
শততম ওয়ানডে ম্যাচে এসে নেতৃত্বের অভিষেক হচ্ছে তার।
বাংলাদেশ একাদশ : সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, নাসুম আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক মিরাজ। প্রথম ইনিংসে ব্যাটাররা বাড়তি সুবিধা পাবেন বলে বিশ্বাস তার। সিরিজরে প্রথম ওয়ানডে জিতেছিল আফগানিস্তান, দ্বিতীয়টি বাংলাদেশ।
এ ম্যাচে বাংলাদেশ দলে অভিষেক হচ্ছে পেসার নাহিদ রানার। বেশ কিছুদিন ধরেই টেস্ট দলে নিয়মিত তিনি। এবার তার অভিষে হয়ে যাচ্ছে রঙিন পোশাকেও। তাকে জায়গা করে দিতে একাদশে নেই তাসকিন আহমেদ। এর বাইরে অধিনায়ক শান্তর জায়গায় সুযোগ পেয়েছেন জাকির হাসান।