রাইজিংসিলেট- টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ধেরুয়া এলাকায় ছিনতাইয়ের অভিযোগে দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৪ মার্চ) রাতে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত দুইজন মানিকগঞ্জের দৌলতপুর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তারা হলেন- রিপন রাজবংশী এবং মহসিন হোসেন।
এই বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, রাতে মহাসড়কে একটি পিকআপভ্যানের চালক ও তার সহকারীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেয় দুই পুলিশ সদস্য। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের আটক করে পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হলে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
১২৯ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।