ছুরিকাঘাতে এক তরুণ খুন হয়েছেন। শুক্রবার (৩ মে) সন্ধ্যায় সিলেট নগরীর ছড়ারপাড় এলাকায়তে ঘটনাটি ঘটে।
নিহত তরুণের নাম মো. আলী (১৭)। তিনি কিশোরগঞ্জ জেলার বাজিতপুরের নুর আলীর ছেলে।
বর্তমানে নগরীর ছড়ারপাড় এলাকার রাহত মিয়ার কলোনিতে বসবাস করতেন। তবে তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত জানা যায়নি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন শিপন।
তিনি জানান, ছুরিকাঘাতে ঐ তরুণের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আমরা তদন্ত করছি। এখন পর্যন্ত কাওকে আটক করা হয়নি।
৭৯ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।