রাইজিংসিলেট- পুত্রবধূকে ধর্ষণের মামলায় শ্বশুর আমির হোসেনকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ নেত্রকোনা পুলিশ।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে সকালে উপজেলার আসমা ইউনিয়নের বাঘমারা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আমির হোসেনের ছেলে পোশাককর্মী হিসেবে ঢাকায় চাকুরি করেন। তার স্ত্রী-সন্তান বাড়িতে থাকেন। এদিকে আমির হোসেন প্রায় সময় পুত্রবধূকে কুপ্রস্তাবও দিয়ে আসছিলেন। এতে রাজী না হওয়ায় ক্ষিপ্ত হন আমির হোসেন। পরে ১৭ মার্চ রাতে গলায় ছুরি ধরে পুত্রবধূকে ধর্ষণ করেন আমির হোসেন।
এ ঘটনায় ২২ মার্চ জেলা নারী ও শিশু নির্যাতন দন ট্রাইব্যুনালে মামলা করেন ভুক্তভোগী। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা বলেন, মামলা রেকর্ডের পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।