ঢাকামঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ছু রি কা ঘা তে এক যুবক নি হ ত

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ২৪, ২০২৪ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

ছুরিকাঘাতে আল আমিন নামে এক যুবক নিহত হয়েছেন। তার বুকে, পেটে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা গেছেন।

নিহত আল আমিন খুলনার পাইকগাছার বারইডাঙ্গা গ্রামের সোহরাব সর্দারের ছেলে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. সুইটি খাতুন।

এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের ডা. সুইটি খাতুন বলেন, ‘আহত আল আমিনের বুকে, পেটে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। মরদেহ বর্তমানে যশোর-২৫০ শয্যা হাসপাতালের মর্গে রয়েছে।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় যশোরের বাঘারপাড়া উপজেলার সিটি ওয়ান ব্রিকসে কাজ করা নিয়ে বিরোধ বাধে। পরে সুপার ভাইজার বিষয়টি মীমাংসা করে দেয়। পরে বাদশা আল আমিনকে ছুরিকাঘাত করে। এটা দেখে আল আমিনের বাবা ঠেকাতে গেলে বাদশা তাকেও ছুরিকাঘাত করে জখম করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় নেওয়ার পথে আল আমিন মারা যান।

৭১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।