ঢাকারবিবার , ১৪ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ছোট মাছ চোখের জন্য কি সত্যিই উপকারী?

rising sylhet
rising sylhet
জুলাই ১৪, ২০২৪ ১১:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- সুস্থ থাকার জন্য স্বাস্থ্যকর খাবার খাওয়া জরুরি। একেক ধরনের খাবার একেক রকমের পুষ্টিগুণে সমৃদ্ধ, যা আমাদের সুস্থ রাখতে ভূমিকা রাখে। এ ক্ষেত্রে প্রচলিত একটি কথা হলো- ছোট মাছ খেলে চোখ ভালো থাকে। যদিও বর্তমান প্রজন্মে অনেকেই মাছ খেতে চান না। দৃষ্টিশক্তি বাড়াতে ছোট মাছের ভূমিকা আছে কিনা এ বিষয়ে সংবাদমাধ্যমে বিস্তারিত কথা বলেছেন পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান পুষ্টিবিদ ও ডায়াটেটিকস বিভাগের প্রধান নিশাত শারমিন নিশি। ছোট মাছের পুষ্টিগুণ নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন তিনি।

ছোট মাছ চোখের দৃষ্টিশক্তি বাড়ায়-
ছোট মাছ চোখের জন্য অত্যন্ত উপকারী। ছোট মাছে প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’ পাওয়া যায়। আর ভিটামিন ‘এ’ দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। মলা, ঢেলা, চান্দা, পুঁটি, টেংরা, কাচকি, বাতাসি মাছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ‘এ’, ক্যালসিয়াম, জিংক, আয়রন, ফসফরাস, প্রোটিন ও ভিটামিন ‘ডি’ রয়েছে। যা চোখ ভালো রাখতে সাহায্য করে বলে জানিয়েছেন পুষ্টিবিদ নিশাত শারমিন নিশি।

বিশেষ করে যদি চোখের কথা বলা হয়, সে ক্ষেত্রে ছোট মাছে ভিটামিন ‘এ’ এর পরিমাণ বেশি থাকায় এটি চোখের জন্য ভীষণ উপকারী। ছোট মাছে মজুদ থাকা প্রোটিন চোখের নতুন কোষ তৈরিতে সাহায্য করে। মলা ও চান্দা মাছে প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’ পাওয়া যায়। প্রতি ১০০ গ্রাম খাদ্য উপযোগী মলা মাছে ২৫০০ মাইক্রোগ্রাম ও চান্দা মাছে ১৫০০ মাইক্রোগ্রাম ভিটামিন ‘এ’ পাওয়া যায়।

পুষ্টিবিদ নিশাত শারমিন বলেন, ছোট মাছ সম্পূর্ণ চিবিয়ে খাওয়া সম্ভব, কোনোকিছুই বাদ যায় না। ফলে পুষ্টির সবটুকু উপাদান আমরা সেখান থেকে পাই, বড় মাছের মতো পুষ্টির অপচয় হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায়, শিশুরা বিশেষ করে গ্রাম-গঞ্জের শিশুরা চোখের নানা সমস্যায় ভুগে। এ ধরনের সমস্যাগুলো আমাদের দেশে সম্পূর্ণ কমে যায়নি। সেক্ষেত্রে খাদ্য তালিকায় প্রতিদিন সম্ভব না হলেও যদি সপ্তাহে তিন থেকে চার দিন ছোট মাছ রাখা যায়, তাহলে এ ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। আর শুধু চোখ নয়, শরীরের জন্যও ছোট মাছের উপকারিতা রয়েছে।

২৫৮ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।