raising sylhet
ঢাকাবৃহস্পতিবার , ৩০ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন

জকিগঞ্জে বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মারমারিতে-এক কিশোর মৃত্যুর

rising sylhet
rising sylhet
মার্চ ৩০, ২০২৩ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

জকিগঞ্জে বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মারমারিতে সুহেল আহমদ (১৬) নামের এক কিশোর মৃত্যুর ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ মার্চ) রাতে উপজেলার দক্ষিণ খলাছড়া গ্রামে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে জকিগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, জকিগঞ্জ উপজেলার দক্ষিণ খলাছড়া গ্রামে ইউসুফ আলীর ছেলে আব্দুল মালিক (৫৭), আব্দুল খালিক (৫৫) ও আব্দুল মালিকের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৮ মার্চ) সিলেটের জকিগঞ্জে বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মারমারিতে আহত সুহেল আহমদ (১৬) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত সুহেল আহমদ (১৬) জকিগঞ্জ উপজেলার দক্ষিণ খলাছড়া গ্রামের লুকু মিয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

এ ঘটনায় জকিগঞ্জ থানায় মাললা দায়ের করা হলে উপজেলার দক্ষিণ খলাছড়া গ্রামে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানায় পুলিশ।

৫০ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।