• ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

জকিগঞ্জে বাসগাড়ির চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

risingsylhet.com
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২৩

জকিগঞ্জে বাসগাড়ির চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। ঘটনাটি শনিবার বিকেল ৬ টার দিকে জকিগঞ্জ-আটগ্রাম সড়কের নান্দিশ্রী এলাকায় ঘটে।

নিহত বৃদ্ধ পলাশপুর গ্রামের মৃত সইব আলীর ছেলে হারিছ আলী (৭০)। তাঁর ৫ ছেলে ২ মেয়ে রয়েছেন।
স্থানীয়রা জানান, বৃদ্ধ হারিছ আলী একটি দশসিটা গাড়ি থেকে নেমে সড়ক পারাপারের সময় বেপরোয়া গতির বাসগাড়ি তাকে ধাক্কা দিয়ে চাকায় পিষ্ট করে ফেলে। ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়। ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। উত্তেজিত জনতা গাড়ি আটক করেন। খবর পেয়ে জকিগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান এবং বাসগাড়ি হেফাজতে নেন।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অভিযুক্ত চালককে আটক করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

১৪ বার পড়া হয়েছে।