রাইজিংসিলেট- জকিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শুকুর আলী আর নেই। মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় তিনি ইন্তেকাল করেন। বীর মুক্তিযোদ্ধা শুকুর আলী উপজেলার খলাছড়া ইউনিয়নের ষাইটশৌলা গ্রামের বাসিন্দা ছিলেন।
বুধবার দুপুর ২টায় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে স্থানীয় কবরস্থানে লাশ সমাহিত করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
জানাযা পূর্বে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত, বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, থানা পুলিশের সাব ইন্সপেক্টর মো. আব্দুল মুহিত প্রমুখ।
৭১ বার পড়া হয়েছে।