ঢাকাসোমবার , ১২ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জকিগঞ্জে ব্যতিক্রমধর্মী আনন্দ ভ্রমনে ইতিহাস সৃষ্টি করলো সালাম এয়ার ইন্টারন্যাশনাল

rising sylhet
rising sylhet
ফেব্রুয়ারি ১২, ২০২৪ ১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটের জকিগঞ্জের সকল শ্রেণি পেশার মানুষদের সমন্বয়ে বিশাল গাড়ি বহর নিয়ে ব্যাপক আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে সালাম এয়ার ইন্টারন্যাশনালের উদ্যোগে আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়েছে।

শনিবার সকাল ৯টায় জকিগঞ্জ থেকে রওয়ানা হয়ে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ও প্রকৃতি কন্যা খ্যাত সিলেটের জাফলং এর বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন শেষে রাতে জকিগঞ্জর ফিরে এই আনন্দ ভ্রমণটির ইতি ঘটে। আনন্দ ভ্রমনে জকিগঞ্জের বিভিন্ন ঘরানার আলেম উলামা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক সমাজ, সরকারি কর্মকর্তা কর্মচারী ও সুশীল সমাজসহ বিভিন্ন শেণিপেশার চার শতাধিক মানুষ অংশ গ্রহন করেন। জকিগঞ্জের ইতিহাসে এটি একটি ব্যাতিক্রম ঘটনা। বিকাল ৩টায় জাফলং পয়েন্টের পর্যটন ভিউ রেষ্টুরেন্টে সালাম এয়ার ইন্টারন্যাশনালের পক্ষ থেকে দুপুরের খাবার পরিবেশন করা হয়।

সালাম এয়ার ইন্টারন্যাশনালের স্বত্তাধিকারী হাফিজ ফারুক আহমদের সভাপতিত্বে ও জকিগঞ্জ হিফজুল কোরআন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাফিজ আলী হোসেনের সঞ্চালনায় এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে অনূভুতি প্রকাশ করে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, কাজলসার ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আম্বিয়া, সাবেক চেয়ারম্যান এমএ রশিদ বাহাদুর, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, নবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ শামসুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম নেতা মাওলানা বিলাল আহমদ ইমরান, সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি জাফরুল ইসলাম, বারহাল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আহমদ হোসাইন, সোনাসার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুল হালিম, বাবুর বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আকবর বিন হানিফ, বারঠাকুরী ইউনিয়ন পরিষদের সদস্য হাজী মাসুক আহমদ, সুলতানপুর ইউনিয়ন পরিষদের সদস্য শামীম আহমদ, সিলেট জেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক এহসান মোহাম্মদ শামীম, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মাওলানা ময়নুল ইসলাম, যুবলীগ নেতা রুবেল আহমদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর রুহুল আমিন রিপন, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর সাংবাদিক রিপন আহমদ, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মাহবুবুর রহমান লিলু, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, সহ-সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, নির্বাহী সদস্য হাবিবুল্লাহ মিসবাহ, জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ নেতা মাওলানা আব্দুল হালিম লিমন, মাওলানা নজমুল ইসলাম, মাওলানা ময়নুল হক, জকিগঞ্জ সদর ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা সাইফুর রহমান সিপন সহ নেতৃবৃন্দ।

সেমিনারে জকিগঞ্জের সর্বস্থরের নেতৃবৃন্দের পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি রক্ষা ও সালাম এয়ার ইন্টারন্যাশনালের উত্তরোত্তর সাফল্য কামনা করে মোনাজাত পরিচালনা করেন থানাবাজার এলএফ দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল মালিক শিমেরবন্দী। পুরো ভ্রমনে অতিথিদের মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করে উৎফুল্ল রাখেন রিসালাহ শিল্পী গোষ্টির সদস্য আহমদুল হক ও সংগীত শিল্পী তাওহীদুল ইসলাম তুহিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।