জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ- দপ্তর সম্পাদক ও কালীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সওদাগর সেলিমকে শনিবার দুপুর ১টার সময় কালীগঞ্জ বাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, শনিবার দুপুর ১টার সময় কালীগঞ্জ বাজারে সওদাগর সেলিমের মালিকানাধীন মার্কেট থেকে জকিগঞ্জ থানার এসআই আব্দুল আল মোমেন ও এসআই বাশারের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে। তাঁর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার অভিযোগ মামলা রয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) এস এম মাহমুদ হাসান রিপন। সওদাগর সেলিমের বাড়ী জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের হরাইত্রিলোচন গ্রামে।
৯৬ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।