ঢাকামঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

জকিগঞ্জ উপজেলা বাসীসহ দেশ বাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন-শাহিন আহমদ

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ৩১, ২০২৪ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

জকিগঞ্জ উপজেলা বাসীসহ দেশ বাসীকে ইংরেজি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন, সিলেট জেলা যুবদলের সহসভাপতি শাহিন আহমদ ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর)  শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

শুভেচ্ছা বার্তায়, শাহিন আহমদ বলেন, নতুন বছরটি সবার জীবনে বয়ে আনুক বিজয়, অনাবিল সুখ ও শান্তি, বাংলাদেশসহ সারা বিশ্বে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা, দূর হয়ে যাক সব অন্যায়-উৎপীড়ন, নির্যাতন। বন্ধ হোক হত্যা, গুম, খুন, যুদ্ধ বিগ্রহ ও অমানবিকতাসহ সব ধরনের দমনমূলক নৃশংসতা-নববর্ষের শুরুতে আমি এ কামনা করছি।

বিএনপি নেতা আরও বলেন,অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আসুন আমরা রাষ্ট্র ও সমাজে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে একযোগে কাজ করি। আমরা এমন একটি জাতি নির্মাণের প্রত্যাশা করছি, যেখানে প্রত্যেকটি নাগরিকই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের কণ্ঠ স্বাধীন থাকবে।

১১০ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।