জকিগঞ্জ ও গোয়াইনঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৩ হাজার ৮৪৯ পিস ইয়াবা ও ১০৮ বোতল মদসহ ২ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
আটক নজরুল ইসলাম সিলেটের জকিগঞ্জ থানার রসুলপুর গ্রামের মৃত আ. লতিফের ছেলে এবং মিজানুর রহমান খালেদ সিলেটের গোয়াইনঘাট থানার নলজুরী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
মঙ্গলবার (১১ মার্চ) রাতে জকিগঞ্জ থানার কালীগঞ্জ বাজার ও গোয়াইনঘাট থানার পূর্ব জাফলং ইউনিয়নের নলজুরি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক জব্দ করে র্যাব-৯।
র্যাব-৯ জানায়, মঙ্গলবার (১১ মার্চ) রাত ৮টার দিকে জকিগঞ্জ থানার কালীগঞ্জ বাজার এলাকা থেকে ৩ হাজার ৮৪৯ পিস ইয়াবাসহ মো. নজরুল ইসলাম (৫৫) নামে একজন এবং গোয়াইনঘাট থানার পূর্ব জাফলং ইউনিয়নের নলজুরি বাজার এলাকা থেকে মো. মিজানুর রহমান খালেদ (১৯) নামে একজনকে আটক করা হয়।
বুধবার দুপুরে র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মশিহুর রহমান সোহেল এক বিজ্ঞপ্তিতে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর মাধ্যমে আট ব্যক্তিদের ও জব্দকৃত আলামত সিলেট জেলার সংশ্লষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।