জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, আটক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
বুধবার (২৬ মার্চ) ভোরে জকিগঞ্জ আটগ্রাম-সিলেট সড়কের সামনে চেকপোস্ট পরিচালনা করে এসম মাদক জব্দ করা হয়।
পুলিশ জানায়, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে জকিগঞ্জ আটগ্রাম-সিলেট সড়কের কাজলসার ইউনিয়নের আটগ্রাম মসজিদের সামনে চেকপোস্ট পরিচালনা কালে কালীগঞ্জ থেকে সিলেট অভিমুখে আসা একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় প্রাইভেট কারের বডির নিচের অংশে সুকৌশলে লুকানো পলিপারযুক্ত প্যাকেটে ১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।