
জকিগঞ্জ পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায়, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার জকিগঞ্জ একটি হলরুমে বাদ মাগরিব সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায়, জকিগঞ্জ পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপস্থিত ছিলেন- সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহবায়ক জাকির হোসেইন ও সিলেট জেলা বিএনপির সহ সভাপতি, জেলা কৃষকদলের আহবায়ক ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শরীফ লস্কর, জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, জকিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল খাঁন সহ জকিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মীরা।