
সিলেট পীরেরবাজারে জন্মদিনের একটি অনুষ্ঠানে দুই পক্ষের দ্বন্ধে পন্ড হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এসময় চেয়ার ভাংচরের ঘটনা ঘটে।
শুক্রবার রাতে জন্মদিনের পার্টিতে এ ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
স্হানীয় সুত্রে জানা যায়, শুক্রবার রাতে পিরেরবাজার বাজারের পাশে জন্মদিনের একটি অনুষ্টান চলাকালিন কয়েকজন যুবক সেখানে গিয়ে উপস্হিত হয়।
এ সময় তারা জন্মদিনের অনুষ্টানে নাচ- নাচি শুরু করে। এতে স্হানীয় কয়েকজন তাদের পরিচয় জানতে চাইলে তারা বিএনপি সমর্থিত কর্মী বলে জানায়। স্হানীয় বিএনপি নেতারা তাদের চিনেন না বলে জানান আর এতেই জগড়া বাধে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে অনুষ্টানটি পন্ড হয়ে যায়।
এসময় বেশ কিছু চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে। পরে স্হানীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্হিতি শান্ত হয়।
স্হানীয় কয়েকজন জানান, যারা জন্মদিনের অনুষ্টানে এসেছিল তারা বিএনপির কিনা আমাদের জানা নেই। তাদেরকে আমরা চিনি না।