
দুই মাথা ও তিনটি হাত নিয়ে এক শিশুর জন্ম হয়েছে নওগাঁ জেলা শহরে । তবে জন্মের এক ঘণ্টা পরই শিশুটি মারা যায়।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়। তবে জন্মের এক ঘণ্টা পরই শিশুটি মারা যায়।
প্রাইম ল্যাব এন্ড হাসপাতাল সূত্রে জানা যায়, বিরল শারীরিক কাঠামোর এই শিশুটিকে বাঁচানোর চেষ্টা করা হলেও জন্মের মাত্র এক ঘণ্টা পরই তার মৃত্যু হয়। বর্তমানে শিশুটির মা আরিফা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।
নওগাঁ জেলা শহরের প্রাইম ল্যাব এন্ড হাসপাতালে গৃহবধূ আরিফা (২০) নামে এক প্রসূতির কোল আলো করে শিশুটির জন্ম হয়। আরিফা নওগাঁ জেলা সদরের চক্রপ্রসাদ এলাকার বাসিন্দা মো. রকিবের স্ত্রী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।