• ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

জাতীয় পর্যায়ে তবলায় দেশসেরা অর্ণব ত্রিপুরা

risingsylhet.com
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৩

জাতীয় পর্যায়ে তবলায় দেশসেরা অর্ণব ত্রিপুরা,তবলা প্রতিযোগীতায় দেশের ৬৪ জেলাকে হারিয়ে দেশসেরা (প্রথম স্থান) হয়েছেন খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রিয় বসু ত্রিপুরা ও দীঘিনালা কবাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পিংকী বড়ুয়া’র বড় ছেলে অর্ণব ত্রিপুরা (১৩)। সে বর্তমানে অষ্টম শ্রেণীতে অধ্যয়ন করছে। তার এ সাফল্যের জন্য সান্তুয়া সমিতি, হামরনাই সমিতি’র উদ্যোগে সম্মাননা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। তাঁর এই সাফল্যের জন্য উচ্ছ্বসিত শিক্ষক দম্পতির পরিবার, প্রতিবেশী ও খাগড়াছড়ি পার্বত্য জেলাবাসীরাও।

আজ বুধবার ১৮ জানুয়ারি ২০২৩ সন্ধ্যা ৬টায় জেলা শহরের অর্ণব ত্রিপুরা’র নিজ বাসভবনে এ সম্মাননা ও অভিনন্দন জানানবেন তারা। এ সময় নবলেশ্বর ত্রিপুরা (লায়ন), জয় প্রকাশ ত্রিপুরা, দেবাশীষ ত্রিপুরা, বিকিরণ রোয়াজা, প্রনেশ ত্রিপুরা, প্রজ্জ্বল রোয়াজা, দিগন্ত প্রসাদ ত্রিপুরাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য তথ্য সূত্র মতে জানা যায়, জাতীয় শিশু প্রতিযোগীতায় শিক্ষক দম্পতির সন্তান অর্ণব ত্রিপুরা গত ২৪ ডিসেম্বরে ফলাফল প্রকাশিত হয়। এ প্রতিযোগীতায় তবলায় ৬৪ জেলার প্রতিযোগীদের হারিয়ে অর্ণব ত্রিপুরা প্রথম স্থান অর্জন করেন। বাংলাদেশে দেশসেরা (১ম স্থান) হওয়ায় অর্ণবকে রাষ্ট্রপতি পদকে ভূষিত হয়েছেন। তাকে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এ রাষ্ট্রপতি পদক প্রদান করা হবে বলে জানানো হয়।

বার পড়া হয়েছে।