raising sylhet
ঢাকাবৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি নেতা আব্দুল্লাহ শফি শাহেদের নেতৃত্বে র‌্যালি

rising sylhet
rising sylhet
নভেম্বর ৭, ২০২৪ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট মহানগর বিএনপি নেতা আব্দুল্লাহ শফি শাহেদ এর নেতৃত্বে নগরীতে একটি বিশাল র‌্যালি বের করা হয়। বৃহস্পতিবার (৭ নভেম্বর) নগরীর কোর্ট পয়েন্ট থেকে র‌্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেজিস্টারি মাঠে গিয়ে শেষ হয়।

র‌্যালিপূর্ব সমাবেশে বিএনপি নেতা আব্দুল্লাহ শফি শাহেদ বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে আমরা রাজনীতি করি। দলের দুঃসময়েও ছিলাম, সুসময়েও আছি। আমরা কোন কিছু পাওয়ার আশায় রাজনীতি করি না। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মেনে আমরা দলের জন্য রাজনীতি করে যাচ্ছি।

Advertisements

তিনি আরো বলেন, সিপাহী জনতা ক্যান্টনম্যান্টের বন্দিদশা থেকে মহান স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তমকে মুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করে। বিএনপি দেশ ও জনগণের জন্য রাজনীতি করে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালিতে শতশত নেতাকর্মী অংশ গ্রহণ করেন। সমাবেশ শেষে আব্দুল্লাহ শফি শাহেদ এর নেতৃত্বে র‌্যালি নিয়ে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সমাবেশ ও র‌্যালিতে যোগ দেন নেতাকর্মীরা।

২৭ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।