সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেছেন, জাতীয় মহিলা সংস্থা দেশব্যাপী নারী কর্মসংস্থানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। যার ধারাবাহিকতায় সিলেটেও নারীদের নানান প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত রয়েছে। যাতে করে নারীরা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে নিজেরা উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের মাথার উপরে ছাতার মতো হয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি নারীদের এগিয়ে নিতে সবসময় বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছেন। সমাজে নারীদের বর্তমান অবস্থার দিকে লক্ষ্য করলে আমরা সহজেই তা অনুভব করতে পারি। আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীবান্ধব প্রধানমন্ত্রী।
সোমবার (৯ জানুয়ারি) দুপুরে সিলেট নগরীর উপশহরস্থ সিলেট মেট্রোপলিটন প্রশিক্ষণ কেন্দ্রে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আয়োজনে এবং জাতীয় মহিলা সংস্থা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগীতায় তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নের নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পে সিলেট মেট্রোপলিটন প্রশিক্ষণ কেন্দ্রের ক্যাটারিং, বিউটিফিকেশন, ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, বিজনেস ম্যানেজমেন্ট এন্ড ই-কমার্স, হাউস কিপিং এবং বেবী কেয়ার বিষয়ে প্রশিক্ষণার্থীদের ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
জাতীয় মহিলা সংস্থা সিলেট এর চেয়ারম্যান হেলেন আহমেদ এর সভাপতিত্বে ও ফ্যাশন ডিজাইন’র প্রশিক্ষক বীনা আক্তার এর উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা সিলেট এর সদস্য মাধবী গুন, প্রশিক্ষণ কর্মকর্তা শাহ মো. আলী আকরাম সুমন প্রমুখ। বিজ্ঞপ্তি
৬ বার পড়া হয়েছে।