ঢাকাশুক্রবার , ২৭ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

জানা গেল বিপিএলের একাদশ আসরের নিলাম-শুরুর সময়

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২৭, ২০২৪ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- জানা গেল বিপিএলের একাদশ আসরের নিলাম-শুরুর সময়। চলতি বছরের শেষ দিকে চার-ছক্কার টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসর মাঠে গড়াবে। সেই সঙ্গে এই আসরের জন্য ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী মাসের ১৪ তারিখ। বিসিবি সভা শেষে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

বিপিএলের তারিখ ঘোষণা নিয়ে ফারুক আহমেদ বলেন, বিপিএল নিয়ে আলাপ করেছি (আজকের সভায়)। টিম ৯৫ শতাংশ কনফার্ম। টিম ৩টা পরিবর্তন হয়েছে। নিয়মকানুন নিয়ে আলাপ হয়েছে। ড্রাফট হবে ১৪ অক্টোবর এবং ম্যাচ শুরু ২৭ ডিসেম্বর।

প্রতি বছরই বাংলাদেশের আন্তর্জাতিক সূচি কিংবা বিপিএলে টিকিট নিয়ে অনিয়মের অভিযোগ শোনা যায়। এই সমস্যার সমাধানে অধিকাংশ টিকিট ব্যবস্থাপনা অনলাইনে করতে বদ্ধ পরিকর বিসিবি। এ নিয়ে ফারুক বলেন, পেপার টিকিটে নিয়ন্ত্রণ করা কঠিন হয়। আন্তর্জাতিক ম্যাচ, বিপিএলে রাজস্ব আদায়ের বড় উৎস এটি। সেজন্য আমরা এটি (টিকিট বিক্রি) ডিজিটালাইজড করব, ৭০-৮০ শতাংশ যেটি উপযুক্ত মনে হয়।

এদিকে, দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের ক্রিকেটে চলছে চরম অস্থিরতা। এরই মধ্যে বিপিএল নিয়ে নতুন অনিশ্চয়তাও দেখে দিয়েছে। আয়ের ভাগ চেয়ে বিপিএলের সর্বশেষ আসর শুরুর আগেই আর দল না রাখার হুঙ্কার দিয়েছিলেন সর্বাধিক চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসের মালিক নাফিসা কামাল। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর আসন্ন বিপিএলে সেই কুমিল্লাই অংশ নিচ্ছে না।

কুমিল্লার না থাকার বিষয়টি নিশ্চিত করে ফারুক আহমেদ আরও জানান, আগের কুমিল্লা ভিক্টোরিয়ানস, দুর্দান্ত ঢাকা, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজি এবারের বিপিএলে থাকছে না। অবশ্য কয়েক আসর আগে খেলা রাজশাহী ফিরছে। আর নতুন ব্যবস্থাপনায় আসছে ঢাকা ও চট্টগ্রাম। ঢাকার নাম হতে পারে ঢাকা নবাব। চট্টগ্রামের একটা পুরনো ফ্র্যাঞ্চাইজি ফিরেছে। প্রথম অথবা দ্বিতীয় আসরে খেলেছিল, এরপর রাজশাহীর একটা দল খেলতে ইচ্ছা পোষণ করেছে। আমরা তিনটা দলকে নির্বাচন করেছি।

১৩০ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।