ঢাকাবৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

জামায়াতে ইসলামীর আমীরের সাথে সিলেটে ছাত্র শিবিরের নেতৃবৃন্দ মতবিনিময়

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১২, ২০২৪ ১০:৩০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সাথে সিলেটে ছাত্র শিবিরের নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন । বৃহস্পতিবার নগরীর একটি মিলানায়তনে ইসলামী ছাত্রশিবির সিলেট অঞ্চল এ মতবিনিময় সভার আয়োজন করে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও সিলেট মহানগর আমীর মু. ফখরুল ইসলাম।

কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শরীফ মাহমুদ এর সভাপতিত্বে ও শাবিপ্রবির সভাপতি তারেক মনোয়ারের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, মেধাবীদেরকে জাতির নেতৃত্বের জন্য গড়ে তুলতে হবে, রাষ্ট্র গঠনের জন্য মেধার মূল্যায়ন করতে হবে।

তিনি আরো বলেন, ছাত্রশিবিরের দিকে জাতি আশার সঞ্চার রেখে তাকিয়ে আছে, জাতির আশা-প্রত্যাশা পুরনে নিজেদের সুযোগকে সর্বোচ্চভাবে কাজে লাগানোর জন্য তিনি নেতৃবৃন্দের আহ্বান জানান।

তিনি বলেন, আল্লাহর নৈকট লাভের জন্য প্রত্যেকের ইবাদত-বন্দেগিতে আরো বেশি মনোনিবেশ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য এড. এহসানুল মাহবুব জুবায়ের, আমল- আখলাকের দিকে উন্নতির পাশাপাশি নিজেদের ক্যারিয়ার গড়ে বাংলাদেশ কে একটি সুখী সমৃদ্ধ গড়ার ভূমিকা রাখার জন্য নেতৃবৃন্দকে আহ্বান জানান।

মতবিনিময়ে মৌলভীবাজার শহর শাখার সভাপতি তারেক আজিজ, সিলেট জেলা পূর্ব সভাপতি মারুফ আহমদ, জেলা পশ্চিম সভাপতি নজরুল ইসলাম, মৌলভীবাজার জেলা সভাপতি আলম হোসাইন, সুনামগঞ্জ জেলা সভাপতি মনিরুজ্জামান পিয়াস,হবিগঞ্জ জেলা সভাপতি রবিউল হাসান, সিলেট মহানগর সেক্রেটারি শাহীন আহমদ সহ অঞ্চলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

৮৬ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।