ঢাকাবৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জামিনে মুক্তির প্রলোভন দেখিয়ে আড়াই লাখ টাকা হাতিয়ে নেয়ার অ ভি যো গে একজনকে গ্রে প্তা র

rising sylhet
rising sylhet
জুলাই ৩, ২০২৫ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

বড়লেখা প্রতিনিধিঃঃ মৌলভীবাজারে জামিনে মুক্তির প্রলোভন দেখিয়ে আড়াই লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ফারুক আহমদ (৪৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সোমবার দিবাগত রাত ৩টার দিকে বড়লেখা উপজেলার মুড়াউল এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। কুলাউড়ার নজরুল ইসলাম নামের ভুক্তভোগী এ বিষয়ে অভিযোগ করেন।

ভুক্তভোগীর অভিযোগ, তার ভাই রুহুল আমিন একাধিক মামলায় আসামি হয়ে কারাবন্দি ছিলেন। এ সুযোগে বড়লেখার পানিধারা এলাকার ফারুক আহমদ নামের ব্যক্তি নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে দাবি করেন। তিনি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে জামিন করাতে পারবেন। নজরুল ইসলাম জানান, চলতি বছরের ১৭ই মার্চ কুলাউড়া পৌরসভার নূরজাহান রেস্টুরেন্টে ফারুক আহমদের সঙ্গে একটি চুক্তিনামা হয়। শর্ত ছিল চুক্তির তিনদিনের মধ্যে জামিন না হলে আড়াই লাখ টাকা ফেরত দিবেন। এর ভিত্তিতে সরল বিশ্বাসে ভাইকে কারা মুক্ত করার আশ্বাসে পূবালী ব্যাংকের একটি অ্যাকাউন্টে টাকা জমা দেন। তবে টাকা নেয়ার পরও জামিনের ব্যবস্থা হয়নি। ভুক্তভোগী ফারুকের সঙ্গে যোগাযোগ করলে তিনি সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে তিনি টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান এবং হুমকি দেন।

একইভাবে ফারুক আহমদ ওই ভুক্তভোগীর পরিচিত এক ব্যক্তির কাছ থেকে বিদেশে পাঠানোর কথা বলে নগদ ৩০ হাজারসহ মোট প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা নেন। মামলার বাদী জানান. বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করলেও ব্যর্থ হওয়ায় বাধ্য হয়ে থানায় অভিযোগ দেন। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা বুধবার বিকালে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স হলে সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সুদীপ্ত শেখর ভট্টাচার্যসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।