raising sylhet
ঢাকাসোমবার , ১১ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

জামিনে মুক্তি পেলেন জামায়াতে ইসলামীর আমির

rising sylhet
rising sylhet
মার্চ ১১, ২০২৪ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

সোমবার (১১ মার্চ) দুপুর ২টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান।

২০২২ সালে ১৩ ডিসেম্বর ভোর ৪টার দিকে রাজধানীর উত্তরার বাসা থেকে শফিকুর রহমানকে নিয়ে যায় সাদা পোশাকধারীরা। এরপর ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তাদের যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেফতার দেখায়।

ওইদিনই তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গত ২১ ডিসেম্বর ফের তাকে তিনদিনের রিমান্ডে পাঠানো হয়। দুই দফায় ১০ দিনের রিমান্ড শেষে গত ২৫ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।

Advertisements

আসামিপক্ষের অন্যতম আইনজীবী মুজাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১০ ডিসেম্বর বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে জামায়াত। আগামী ২৪ ডিসেম্বর থেকে তত্ত্বাবধায়ক সরকারসহ নানা দাবীতে মাঠে থাকার ঘোষণা দেয় দলটি।

এর আগে ২০২২ সালে ৯ নভেম্বর জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে জামায়াত আমিরের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহকে গ্রেফতার করে পুলিশ।

১৩০ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।