জামিন পেয়েছেন ভারতে গ্রেপ্তার সিলেট আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতা । বুধবার (১১ ডিসেম্বর) ভারতের মেঘালয় রাজ্যের জোয়াই ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেট আদালতে তাদের জামিন মঞ্জুর হয়।
এর আগে মঙ্গলবার মেঘালয়ের আদালতে তাদের জামিন শোনানির কথা থাকলেও শুনানি অনুষ্ঠিত হয়নি।
ভারতে আমরা বৈধভাবে অবস্থান করছি জানিয়ে শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা নেই। যে কারণে স্থানীয় পুলিশও বিষয়টি গভীরভাবে তদন্ত করছে। আমরা আশাবাদী ন্যায় পাব এবং গ্রেপ্তার নেতারাও মুক্তি পাবেন।
ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, চার আওয়ামী লীগ নেতার জামিন মঞ্জুর হয়েছে। তবে জামিন প্রক্রিয়ার দাপ্তরিক কার্যক্রম চলমান থাকায় তারা এখনো মুক্তি পাননি। অবশ্য ইতোমধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে।
ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কেন্দ্রীয় এই নেতা জানান, আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকে যে ঘটনায় গ্রেপ্তার দেখানো হয়েছে, থানায় রেকর্ড হওয়া মামলার এজাহারে তাদের কারও নাম নেই। তাদের সন্ধিগ্ধ হিসেবে গ্রেপ্তার করা হয়।
যদিও গত দু-দিন ধরে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমে গ্রেপ্তার হওয়া নেতাদের বিরুদ্ধে ‘ধর্ষণ, গাড়ি ভাঙচুর, লুট ও অবৈধ অনুপ্রবেশের’ মামলা রয়েছে বলে উল্লেখ করা হয়।
এদিকে, মেঘালয়ের ডাউকি পুলিশ স্টেশনে দায়েরকৃত মামলার এজাহার রক্ষিত আছে। অভিযোগের কপি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।