ঢাকাসোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

জালিয়াতির নির্বাচনে মন্ত্রী-এমপিদের বেতন-ভাতা ফেরত নেয়ার দাবি ‘সিলটি পাঞ্চায়িতের

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ২৩, ২০২৪ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট বিভাগের ন্যায্য দাবী দাওয়া আদায়ের লক্ষ্যে গঠিত রাজনৈতিক সংগঠন ‘সিলটি পাঞ্চায়িত’ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী ও সহ-সাধারণ সম্পাদক সৈয়দ ফেরদৌস আহমদ এক যুক্ত বিবৃতিতে সকল জালিয়াতির নির্বাচনে মন্ত্রী-এমপিদের বেতন-ভাতা ফেরত নেয়ার দাবি জানিয়েছেন।

সোমবার (২৩ ডিসেম্বর) এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত অনুষ্ঠিত জাতীয় সংসদ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন এবং উপজেলা পরিষদ নির্বাচনের মধ্যে বহু নির্বাচন জালিয়াতি ও অনিয়মের মাধ্যমে সম্পন্ন হয়েছে। প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর অনুপস্থিতি এবং জনগণের ভোটাধিকার বঞ্চনার ফলে এসব নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা তাদের বৈধতা হারিয়েছেন।

বিবৃতিতে তারা আরো বলেন, জালিয়াতি এবং বিনা ভোটে নির্বাচিত সকল জনপ্রতিনিধি-প্রধানমন্ত্রী, মন্ত্রী, জেলা পরিষদ চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়র ও উপজেলা চেয়ারম্যানসহ যারা সরকারের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা গ্রহণ করেছেন, তাদের সব অর্থ সুদে-আসলে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত নিতে হবে। এই ধরনের বেতন-ভাতা ও আর্থিক সুবিধা গ্রহণ করা জনগণের অর্থের অপচয় এবং দুর্নীতির শামিল। অবৈধ নির্বাচন প্রক্রিয়ার কারণে জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এতে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা অপচয় হয়েছে, যা জনগণের কষ্টার্জিত অর্থ।

সিলটি পাঞ্চায়িতের নেতৃবৃন্দ সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, জনগণের টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে এবং এ ধরনের অনৈতিক সুযোগ-সুবিধা গ্রহণ বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

৮৭ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।