ঢাকাবুধবার , ৭ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জাল নোট সহ দুইজনকে আটক করছে স্থানীয়রা অত:পর

rising sylhet
rising sylhet
ফেব্রুয়ারি ৭, ২০২৪ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা বাজার থেকে ৪০ হাজার ২০০ টাকার জাল নোট সহ দুইজনকে আটক করছে স্থানীয়রা। আটকের পর তাদের পুলিশে সোপর্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে আটককৃত মোস্তফা মিয়া ও ইমপান আরাফাত শিবপাশা বাজারে বিভিন্ন দোকান থেকে জিনিসপত্র কেনাকাটা করেন। কেনাকাটার এক পর্যায়ে বাজারের জ্বালানি তেল ব্যাবসায়ী মোজাফফর মিয়ার দোকানে গিয়ে এক লিটার অকটেন কিনে ১ হাজার টাকার নোট দেন মোস্তফা। নোটটি হাতে নিয়ে মোজাফফর মিয়া দেখেন- নোটটি জাল । এসময় মোজাফফর মিয়া নোটটি বদল করে দিতে বলেন। মোস্তফা পুনরায় আরেকটি নোট আনতে বাইরে বের হয়ে যান। মোস্তফা মিয়া স্থানীয় না হওয়াতে তার কথাবার্তায় সন্দেহের জন্ম হয় মোজাফফরের। এসময় তিনি পিছু নেন মোস্তফার। এসময় বাইরে থাকা মোস্তাফা তার সঙ্গী ইমপান আরাফাতের কাছে গেলে মোজাফফর মিয়া পিছন থেকে তাদের ডাক দেন।

শিবপাশা বাজার কমিটির সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন বলেন, অকটেন তেল কেনার সময় তাদের জাল টাকা সহ আটক করেন স্থানীয়রা। বিষয়টি জানার পর আমি পুলিশকে অবগত করলে পুলিশ এসে তাদের কাছ থেকে ৪০ টি হাজার টাকার এবং ১ ট দুইশো টাকার জাল নোটসহ তাদের আটক করে।

এসময় মোজাফফর মিয়াকে দেখে ইমপান আরাফাত ব্যাগে থাকা টাকার একটি বান্ডিল রাস্তার পাশে ছুঁড়ে মারেন। তখন বিষযটি স্থানীয়দের নজরে আসলে টাকার বান্ডিলটি উঠিয়ে দেখা যায়- সব টাকাই জাল। এরপর বাজারের উত্তেজিত জনতা দুজনকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে বিষয়টি বাজার কমিটিকে অবগত করেন। বাজার কমিটির নেতৃবৃন্দ পরে এ দুজনকে পুলিশের হাতে তুলে দেন।

আটককৃতরা হলো- কিশোরগঞ্জের সদর উপজেলার যশোদল ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মৃত সামছুল হকের পুত্র মো.মোস্তফা মিয়া (৪০) এবং একই গ্রামের আব্দুল হান্নানের পুত্র ইমপান আরাফাত (২৮) ।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।