ঢাকাসোমবার , ৩ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

জিওপি ৩০০ আসনে দলীয় প্রার্থী দেবে

rising sylhet
rising sylhet
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

গণঅধিকার পরিষদ (জিওপি) আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ৩০০ আসনে দলীয় প্রার্থী দেবে ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে দলের সব সদস্যের অবগতির জন্য জানানো হয়, রোববার (২ ফেব্রুয়ারি) গণঅধিকার পরিষদের (জিওপি) উচ্চতর পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী দলের সব সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ (জিওপি) নামক দলটি এককভাবে ৩০০ আসনে দলীয় প্রার্থী মনোনয়নের বিষয়ে আনুষ্ঠানিকভাবে একমত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের নাগরিকদের মধ্য থেকে যে সব ব্যক্তি গণঅধিকার পরিষদ (জিওপি) নামক নিবন্ধিত দলটির মূলনীতিগুলো (গণতন্ত্র-ন্যায়বিচার-অধিকার-জাতীয়স্বার্থ) ধারণ করেন এবং দলটির রাজনৈতিক ভাবাদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মকাণ্ডকে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য কল্যাণকর হিসেবে বিবেচনা করেন সেসব নাগরিকরাও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ (জিওপি) নামক দলের মনোনয়ন চেয়ে আবেদন করার উপযুক্ত হবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এতে আরও বলা হয়, এই প্রক্রিয়ার অংশ হিসেবে গণঅধিকার পরিষদ (জিওপি) নামে নিবন্ধিত দলটির সব পর্যায়ের নেতাকর্মীদের মধ্য থেকে আগ্রহীদের আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে। আগ্রহী ব্যক্তিদের আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত পাঠাতে বলা হচ্ছে। একই সঙ্গে যে সংসদীয় আসনে প্রার্থিতা করতে আগ্রহী সেটি উল্লেখপূর্বক দলীয় কর্মকাণ্ডের বিস্তারিত বর্ণনা দিয়ে আবেদনপত্র কেন্দ্রীয় দপ্তর বরাবর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ওই আবেদনগুলোর পরিপ্রেক্ষিতে দলীয় মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই শেষে উপযুক্ত সময়ে পর্যায়ক্রমে দলের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

৪২ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।