রাইজিংসিলেট- সিলেট মহানগরীর জিন্দাবাজার এলাকায় মশাল মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। পরে পুলিশের ধাওয়ার মুখে তারা মশাল ফেলে রাস্তা থেকে সটকে পড়েন।
এসময় তিন সন্দেহভাজনকে আটক করেছে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার দসদ্যরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বুধবার সন্ধ্যার দিকে নগরীর বারুতখানা থেকে জাতীয়তাবাদী ঘরানার ৮ থেকে ১০ জন নেতাকর্মী এশটি মশাল মিছিল নিয়ে জিন্দাবাজার পয়েন্ট অভিমুখে অগ্রসর হয়।
এসময় কোতোয়ালি থানা পুলিশের একদল সদস্য তাদের বাধা দিতে অগ্রসর হয় এবং তারা ফাঁকা গুলি ছুঁড়েন।
এমন পরিস্থিতিতে মিছিলকারীরা মশাল রাস্তায় ছোঁড়ে পালিয়ে যায়। তবে তার আগে পুলিশ একজনকে আটক করে। পরে জিন্দাবাজার এলাকার বিভিন্ন দোকান ও হোটেলে মিছিলকারীদের ধরতে অভিযান চালায় পুলিশ। এসময় তারা জিজ্ঞসাবাদ করার জন্য আরো দু’জনকে আটক করে।
পরে জিন্দাবাজার এলাকার বিভিন্ন দোকান ও হোটেলে মিছিলকারীদের ধরতে অভিযান চালায় পুলিশ। এসময় তারা জিজ্ঞসাবাদ করার জন্য আরো দু’জনকে আটক করে।
সার্বিক পরিস্থিতি নিয়ে এসএমপির কোতোয়ালি থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. আলী মাহমুদ বলেন, জনের একটি দল রাস্তায় উস্কানিমূলক মশাল মিছিল বের করেছিলো। আমরা শান্তি বজায় রাখতে ফাঁকাগুলি ছোঁড়ে তাদের ছত্রভঙ্গ করেছি। মিছিল থেকে একজন এবং পরে আরো দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের বিস্তারি পরিচয় পরে জানানো হবে।