রমজান মাসের মধ্যরাত্রিতে জিন্দাবাজারে হঠাৎ ছাত্রলীগের দুপক্ষে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
এসময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস টিম এসে আগুন নেভায়।
শুক্রবার দিবাগত (১৬ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে জিন্দাবাজার পয়েন্টে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান- সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের অনুসারীরা বন্দর থেকে প্রায় অর্ধশত মোটরসাইকেল নিয়ে মিছিলসহকারে জিন্দাবাজার পয়েন্টে আসে। এসময় ছাত্রলীগের আরেকটি পক্ষ পশ্চিম জিন্দাবাজারের দিক আসলে পয়েন্টে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ার উপক্রম হয়। এসময় একটি মোটরসাইকল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস টিম এসে মোটরসাইকেলের আগুন নেভায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত দুক্ষই মারমুখি অবস্থানে রয়েছে। যে কোনো সময় সংঘর্ষে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।