ঢাকামঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জিম্মিদের মুক্তির ঠিক একদিন পরই পাঁচজন ফিলিস্তিনিকে গু লি করে হ ত্যা করেছে দখলদার ইসরায়েল

rising sylhet
rising sylhet
অক্টোবর ১৪, ২০২৫ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

ads

জিম্মিদের মুক্তির ঠিক একদিন পরই পাঁচজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েল। গাজা সিটির পূর্বাঞ্চলীয় শিজাইয়া এলাকায় এই ঘটনা ঘটে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, নিহত এই পাঁচজন যুদ্ধবিরতির অংশ হিসেবে সামরিক বাহিনী যে ইয়েলো লাইন পর্যন্ত প্রত্যাহার করেছে, তা অতিক্রম করেছিল। খবর টাইমস অব ইসরায়েলের।

ইসরায়েলি সেনারা দাবি করেছে, গাজা সিটির সেজায়া এলাকায় কিছু ফিলিস্তিনি তাদের দিকে এগিয়ে আসে। সে সময় তাদের লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়া হয়। তারা প্রথমে ভয়ভীতি দেখিয়ে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তারা না সরায় নিজেদের জন্য হুমকি হিসেবে অভিহিত করে গুলি ছোড়া হয়েছে। তবে নিহত ফিলিস্তিনিদের কাছে অস্ত্র ছিল কি না, সে বিষয়ে দখলদাররা কিছু নিশ্চিত করেনি।

আইডিএফের পক্ষ থেকে জানানো হয়, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরের পর ইসরায়েলি সেনারা একটি নির্দিষ্ট স্থানে সরে গিয়েছে, যেটিকে তারা হলুদ সীমা হিসেবে চিহ্নিত করেছে। তবে সাধারণ মানুষের জন্য এই সীমা কোথায় তা বোঝার কোনো সুস্পষ্ট উপায় নেই।

ইসরায়েলি সেনাবাহিনী গাজার বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে, আমাদের সেনাদের কাছে না আসার নির্দেশনা মেনে চলার আহ্বান জানাচ্ছি আমরা।

গত শনিবার আনুষ্ঠানিকভাবে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। এর অংশ হিসেবে গতকাল হামাস ২০ জন জীবিত জিম্মি ও চারজন মৃত জিম্মির মরদেহ ফেরত দিয়েছে। অপরদিকে দখলদার ইসরায়েল দুই হাজারের বেশি ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।