ঢাকাসোমবার , ২৭ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

জিলাপি তৈরির কড়াইয়ের মধ্যে পড়ে দগ্ধ হয়েছেন জাতীয় পার্টির এক নেতা

rising sylhet
rising sylhet
মার্চ ২৭, ২০২৩ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

জিলাপি তৈরির কড়াইয়ের মধ্যে পড়ে জাতীয় পার্টির (জাপা) এক নেতা দগ্ধ হয়েছেন। রোববার (২৬ মার্চ) সন্ধ্যায় সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাজিদ বক্স লিমনকে (৫২) উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত তাজিদ উপজেলার গোয়ালাবাজার ইউপির নিজ করনসি গ্রামের বাসিন্দা ও উপজেলা জাপার রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, গোয়ালাবাজারে অভিজাত কনফেকশনারি স্বাদের পাশের ছুরাব মিয়ার ঘড়ির দোকানে একটি ঘড়ি মেরামত করতে দেন তাজিদ। এ নিয়ে ইফতারের আগ মুহূর্তে ছুরাবের সঙ্গে তাজিদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুইজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে পাশে ফুটপাতে স্বাদের জিলাপি তৈরি করার কড়াইয়ের মধ্যে পড়ে দগ্ধ হন তাজিদ। এ ঘটনার পর পর স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

শেরপুরে হাইওয়ে পুলিশের (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে আমরা ঘটনারটি দেখছি।

৯২ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।