ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জুনে সড়কে প্রাণ হারিয়েছে ৬৯৬ জন, গড়ে প্রতিদিন মৃ ত্যু ২৩ জনের

rising sylhet
rising sylhet
জুলাই ২, ২০২৫ ১২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

চলতি বছরের জুন মাসে দেশের বিভিন্ন সড়কে ৬৮৯টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৬৯৬ জন, আহত হয়েছেন ১ হাজার ৮৬৭ জন। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ২৩ জন মানুষের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়।

এই তথ্য উঠে এসেছে রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত মাসিক প্রতিবেদনে। সংস্থাটি ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও নিজেদের তথ্যভান্ডারের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

প্রতিবেদন অনুযায়ী, মে মাসের তুলনায় জুনে সড়কে প্রাণহানি বেড়েছে প্রায় ২২.৫৫ শতাংশ। দুর্ঘটনাগুলো দেশের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলেছে—এ সময় মানবসম্পদের আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে আনুমানিক ২ হাজার ৪৬৩ কোটি ২০ লাখ টাকায়।

নিহতদের মধ্যে নারী ছিলেন ১০৪ জন (প্রায় ১৫.০৯ শতাংশ), আর শিশু ১০৯ জন (প্রায় ১৫.৮২ শতাংশ)। এককভাবে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়—মারা গেছেন ২২৮ জন, যা মোট মৃত্যুর ৩২.৭৫ শতাংশ। এছাড়া পথচারী ছিলেন ১২০ জন (১৭.২৪ শতাংশ) এবং চালক ও সহকারী মিলিয়ে ১০৬ জন (১৫.২২ শতাংশ)।

দুর্ঘটনার ধরণ ও সময়কাল

মোট দুর্ঘটনার মধ্যে ৩০৬টি (৪৪.৪১ শতাংশ) ঘটেছে নিয়ন্ত্রণ হারানোর কারণে।

মুখোমুখি সংঘর্ষ হয়েছে ১৬৭টি (২৪.২৩ শতাংশ) ক্ষেত্রে।

পথচারীকে চাপা দেওয়ার মতো ঘটনা ঘটেছে ১২৪টি (১৮ শতাংশ)।

সময়ভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সকালে (২৬.২৬ শতাংশ) ও বিকেলে (২০.৭৫ শতাংশ) সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে।

সড়ক ও অঞ্চলভিত্তিক পরিসংখ্যান

জাতীয় মহাসড়কে দুর্ঘটনার হার ৪২.৯৬ শতাংশ।

আঞ্চলিক সড়কে ঘটেছে ৩৫.২৬ শতাংশ দুর্ঘটনা।

বিভাগভিত্তিক হিসাবে, ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে—২০২টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৮৭ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।