ঢাকারবিবার , ১৩ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জুন-ডিসেম্বরের মধ্যে আসা-যাওয়া করছেন-সালাহউদ্দিন

rising sylhet
rising sylhet
এপ্রিল ১৩, ২০২৫ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টা (নির্বাচনের সময় নিয়ে) জুন-ডিসেম্বরের মধ্যে আসা-যাওয়া করছেন। এক জায়গায় স্থির থাকতে পারছেন না কেন? এরকম শিফটিং জাতি এবং আন্তর্জাতিকপর্যায়ে ভালোভাবে নেয়া হবে না।

বর্তমান সরকার আরও ৫ বছর থাকা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে সালাহউদ্দিন আহমেদ বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বলে মানুষ নাকি বলছে, মানুষ তাদের পাঁচ বছরের জন্য চায়, আর স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে যে সমালোচনা হচ্ছে এটা কী তিনি শুনেন না বলেও মন্তব্য করেন।

রোববার (১৩ এপ্রিল) বিকেলে রাজধানীর প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদের প্রতিনিধি সম্মেলনে জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে তিনি এসব কথা বলেন।

আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যম এখন রাষ্ট্র পরিচালনার প্যারালাল হয়ে গেছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, আন্দোলনের মধ্যদিয়ে সরকার পরিবর্তন হয়েছে। তবে একটা নির্বাচিত সরকারের রিপ্লেসমেন্ট তো আপনারা হতে পারেন না।

প্রসঙ্গত, জাতীয় প্রতিনিধি সম্মেলনে ভাসানী জনশক্তি পার্টির ১২১ সদস্যের কেন্দ্রীয় কমিটি অনুমোদন করা হয়।  এতে দলের চেয়ারম্যান ও মহাসচিবের দায়িত্ব পেয়েছেন যথাক্রমে শেখ রফিকুল ইসলাম বাবুল ও আবু ইউসুফ সেলিম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।