ঢাকাবুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জুয়া,মাদক,কিশোর গ্যাংয়ের নিরাপদ ঘাঁটি কুমিল্লা পট্টি, হোতা অন্তর অধরা

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ads

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে সিলেটের জুয়ারীরা বেপরোয়া হয়ে উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনীকেও তোয়াক্কা করছে না তারা। এদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম দক্ষিণ সুরমার কুমিল্লা পট্টির নিয়ন্ত্রক ‘ডেবিল জুয়ারী’ অন্তর।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট সিটি করপোরেশনের ২৬নং ওয়ার্ডের ভার্থখলা এলাকায় কুমিল্লা পট্টিতে বড় ধরনের জুয়ার বোর্ড পরিচালনা করছে অন্তর। এখানে প্রতিদিন তীর, ঝান্ডামুন্ডসহ বিভিন্ন ধরনের জুয়ার আসর বসে। এলাকাটি এতটাই প্রভাবশালী চক্রের নিয়ন্ত্রণে যে আইনশৃঙ্খলা বাহিনীও সেখানে প্রবেশ করতে ভয় পায়।

এছাড়া অন্তরের নেতৃত্বে একটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে, যারা একাধিকবার পুলিশের ওপর হামলা চালিয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও সালিশ বিচারক হাজী মইনুল ইসলামের ছত্রছায়ায় জুয়ারী অন্তর দীর্ঘদিন ধরে এসব অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। ফলে এখানে জুয়া, মাদক ও কিশোর গ্যাং সংস্কৃতি নিরাপদ আশ্রয় লাভ করেছে।

সম্প্রতি নবাগত সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার জুয়া, মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছেন। এরই অংশ হিসেবে গত শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় দক্ষিণ সুরমা থানা ও কদমতলী ফাঁড়ি পুলিশের দুটি টিম কুমিল্লা পট্টিতে অভিযান চালায়। অভিযানে জুয়ার আস্তানা থেকে তিনজনকে আটক করা হলেও অন্তরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এসময় অন্তরের গ্যাং সদস্যরা আটককৃতদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়।

এ বিষয়ে জানতে চাইলে কদমতলী ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই সুমন জানান, অন্তরকে আটক করতে আমাদের অভিযান চলমান আছে এবং তা অব্যাহত থাকবে। সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।