বাংলাদেশের প্রবাসীদের অধিকার আদায়ে সোচ্চার অরাজনৈতিক সংগঠন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ (জেপিকেপি) এর আয়োজনে শুক্রবার (৬ জানুয়ারী ২০২৩) সন্ধ্যা ৫.৩০ ঘটিকায় জেপিকেপি’র কেন্দ্রীয় কার্যালয়ে গত মঙ্গলবার ৩ জানুয়ারী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে জেপিকেপি’র নেতৃবৃন্দদের সাক্ষাতকারের অনুমতির জন্য সময় চেয়ে ২ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল পাসপোর্ট অফিসে যান। সেখানে দায়িত্বশীল দ্বারা রূঢ় আচরণের শিকার হন। তারই প্রতিবাদে জেপিকেপি’র প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় জেপিকেপি’র সভাপতি উপস্থিত নেতৃবৃন্দদেরকে আশ^স্থ করেন যে, গত ৪ জানুয়ারী পাসপোর্ট অফিসের দায়িত্বশীল ব্যক্তির পক্ষ থেকে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন ও ১৫ জানুয়ারী রবিবার পাসপোর্ট অফিসে প্রতিনিধি দল নিয়ে সাক্ষাতের আমন্ত্রণ জানান। বিষয়টি অবগত হওয়ায় প্রতিবাদ সভায় উপস্থিত নেতৃবৃন্দ পাসপোর্ট অফিসের এহেন আচরণের ব্যাপারে পরবর্তী কর্মসূচী গ্রহণ স্থগিত করা হয়।
জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সভাপতি মাওলানা মুফতি মোঃ আব্দুর রহমান চৌধুরী এডভোকেট এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত মোহাম্মদ এহছানুল হক তাহেরের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেপিকেপি’র উপদেষ্টা মোঃ ইদ্রিস আলী, হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ’র চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন খান, জেপিকেপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অর্থ সম্পাদক মোঃ মাসুদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমদ সাগর, দপ্তর সম্পাদক এস.এম শাব্বীর আমীন তাহমীদ, প্রচার সম্পাদক তারেক মোহাম্মদ রেদওয়ান, সহ-প্রচার সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-যুব ও ক্রীড়া মোঃ নুরুল আলম কিবরিয়া, যুবনেতা নুরুল আমিন তানভীর ও তানভীর রহমান।
উল্লেখ্য, ১০ ফেব্রæয়ারী জেপিকেপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান সফলে ১৫ জানুয়ারী রবিবারের মধ্যে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যদর নিবন্ধন কার্যক্রমে অংশ গ্রহণ করার জন্য আহবান জানানো হয়। আগমী ১৩ ফেব্রæয়ারী শুক্রবার সন্ধ্যা ৬.০০ ঘটিকা থেকে রাত ৯.০০ ঘটিকা পর্যন্ত জেপিকেপি’র কেন্দ্রীয় কার্যালয় (৬৪/এ বিহঙ্গ, কাজিটুলা সিলেট)-এ নিবন্ধন কার্যক্রম চলবে।