ঢাকাশনিবার , ১৭ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

‘জেমস বন্ড’ খ্যাত পুরস্কারজয়ী অভিনেতা না ফেরার দেশে পাড়ি জমালেন

rising sylhet
rising sylhet
মে ১৭, ২০২৫ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

‘জেমস বন্ড’ খ্যাত পুরস্কারজয়ী অভিনেতা জো ডন বেকার না ফেরার দেশে পাড়ি জমালেন। জেমস বন্ডের তিনটি ছবিতে বেকারের অসাধারণ অভিনয় মানুষের হৃদয়ে গেঁথে রয়েছে। গত ৭ মে তার মৃত্যু হয় বলে জানিয়েছে অভিনেতার পরিবার। মৃত্যুর কারণ এখনও অজানা ৮৯ বছর বয়সী এই বর্ষীয়ান হলিউড অভিনেতার।

এছাড়াও অভিনেতার ঝুলিতে রয়েছে লিভিং ডেলাইটস, গোল্ডেন আই, টুমরো নেভার ডাইজ-এর মতো সফল কাজ।

১৯৩৬ সালের ১২ ফেব্রুয়ারি টেক্সাসে জন্মগ্রহণ করেন জো ডন বেকার। দুই বছর মার্কিন সেনাবাহিনীতে কাজ করেন তিনি। হানি ওয়েস্ট টেলিভিশন সিরিজের মাধ্যমে ১৯৬৫-তে তার অভিনয়ে হাতেখড়ি। প্রথম কাজেই বাজিমাৎ।

১৯৬৭-তে কুল হ্যান্ড লুক-এ অভিনয়ের প্রস্তাব পান। এরপর ১৯৭৩-এ ক্যারিয়ারে বিগ ব্রেক। ওয়াকিং টল-এ শরিফ বাফর্ড পোজার চরিত্রে বেকারের অভিনয় তুমুল প্রশংসিত হয়। সেই সাফল্যেরই পরই তিনি সুযোগ পান জেমস বন্ডে অভিনয়ের।

ব্রিটিশ মিনিসিরিজ ‘এজ অফ ডার্কনেস’-এ অভিনয়ের জন্য বাফটা (ইঅঋঞঅ) পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। ২০১২ সালে মুক্তি পেয়েছিল তার অভিনীত শেষ ছবি ‘মাড’। ২০২৪-এই অভিনয় থেকে অবসর নিয়েছিলেন তিনি।

দীর্ঘ পাঁচ দশক দাপটের সঙ্গে কাজ করে গিয়েছেন বেকার। চার্লি ভ্যারিক, দ্য ন্যাচারাল, কেপ ফিয়ার, ফ্লেচ, মার্স অ্যাটাকস, রিয়েলিটি বাইটসের মতো বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন। টেলিভিশনের সিরিজ আইশিড-এও কাজ করেছেন। ক্লাসিক শো গানস্মোক, মিশন ইম্পসিবল, ইন দ্য হিট অব নাইট-এ অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন জেমস বন্ড খ্যাত অভিনেতা।

দীর্ঘ ১১ বছরের বিবাহিত জীবনে সন্তানসুখ পাননি জো ডন বেকার। ক্যালিফোর্নিয়ার মিশন হিলসে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।