ঢাকাশনিবার , ১১ মে ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জৈন্তাপুরে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে একটি বাস খাদে

rising sylhet
rising sylhet
মে ১১, ২০২৪ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

জৈন্তাপুরে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে একটি বাস খাদে পড়ে গেছে। এতে বাসের সব যাত্রী কমবেশী আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত ২জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১১ মে) সকাল ৯ টায় উপজেলার পাখিটিকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানান, সকালে জৈন্তাপুর বাজার থেকে সিলেটের দিকে ছেড়ে আসা একটি বাস (সিলেট জ-১১-০৩৭৯) চালকের খামখেয়ালিতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় গাড়িতে থাকা প্রায় অর্ধশত যাত্রী আহত হন।

ঘটনার পর স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। এছাড়া গুরুতর দুইজনকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়।

গুরুতর আহত দুজন হলেন- নিজপাট কমলাবাড়ী গ্রামের ছায়েদ আলীর ছেলে মো. আব্দুল মুতালিব (৬০) ও একই গ্রামের ইছা মিয়ার ছেলে আরাফাত হোসাইন (১৪)।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।