raising sylhet
ঢাকাশনিবার , ৩০ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

জোনায়েদ সাকি’র অ ভি যো গ

rising sylhet
rising sylhet
নভেম্বর ৩০, ২০২৪ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি অভিযোগ করেছেন,ইসকনের ব্যানারে আওয়ামী দোসররা দেশের বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে।

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে রংপুর নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে গণ সংলাপে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

স্বৈরাচার হাসিনা বিদেশিদের পা ধরে ভারতে পালিয়ে বাংলাদেশ নিয়ে এখন গভীর ষড়যন্ত্রে মেতেছেন বলেও মন্তব্য করেন গণসংহতি আন্দোলনের এই নেতা।

দেশে গণতন্ত্র কায়েম করতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন করে সংবিধানের প্রয়োজন বলেও উল্লেখ করেন সাকি। সেই সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশে নির্বাচন দেওয়ার বিষয়েও কথা বলেন।

এ সময় তিনি দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলার পাশাপাশি নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলার ওপর দৃষ্টি দেওয়ার আহ্বান জানান।

Advertisements

জোনায়েদ সাকি বলেন, রংপুরের বীর সন্তান আবু সাঈদ তার বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ১৬ বছরের ভয় ও ত্রাসের রাজত্ব ভেঙে দিয়েছে। মানুষকে উপহার দিয়েছে মুক্ত একটি দেশ।

গণঅভ্যুত্থান বেহাত না করতে ছাত্র-জনতাসহ সবাইকে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান সাকি।আওয়ামী সরকারের আমলে হওয়া সব হত্যাকাণ্ডের বিচার করতে হবে। দেশে রাজনৈতিক শক্তি গড়ে তুলতে তরুণদের এগিয়ে আসতে হবে।

‘পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই’ স্লোগানে সংলাপের আয়োজন করে গণসংহতি আন্দোলন রংপুর জেলা শাখা।

এতে রংপুর বিভাগের আটটি জেলার গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা অংশ নেন।

জোনায়েদ সাকি ছাড়াও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করে বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত সংলাপে উপস্থিত থেকে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, বাংলাদেশ কৃষক মজুর সংহতি আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, আন্দোলনের রংপুর জেলা আহ্বায়ক তৌহিদুর রহমান প্রমুখ।

৩৫ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।