জৈন্তাপুর উপজেলায় বড়গাঙ ও সারী নদীর মামলাভুক্ত স্থান থেকে টাকার বিনিময়ে অবৈধভাবে বালু উত্তোলনের অনুমতি প্রদানের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সিলেট জেলা প্রশাসক বরাবরে গত ৭ জুলাই (রবিবার) লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় কয়েকজন বালুশ্রমিক।
অভিযোগপত্রে উল্লেখ, জেলা প্রশাসনের রাজস্ব শাখা জৈন্তাপুর উপজেলার বড়গাঙ ও সারী নদীর কয়েকটি পাট বা অংশ বালু উত্তোলনের জন্য স্থানীয় ইসমাইল হোসেন নামের এক ব্যক্তির কাছে ইজারা দেয়। কিন্তু মামলাভুক্ত হওয়ায় বড়গাঙ বালু মহাল ও সারী নদী পাট-৩ ইজারা দেওয়া হয়নি। তবে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের এ.ও এবং তার ব্যক্তিগত সহকারী কয়েক দিন আগে টাকার বিনিময়ে স্থান দুটি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অনুমতি দেন। এছাড়াও তারা তাদের লাঠিয়াল বাহিনী দিয়ে প্রতি নৌকা থেকে চাঁদাও উত্তোলন করেন।
বিষয়টি নিয়ে বালুশ্রমিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একাধিকবার অভিযোগ দায়ের করলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। তাই তারা বাধ্য হয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।
অভিযোগপত্রে স্বাক্ষর করেন স্থানীয় বালুশ্রমিক- মাসুক আহমদ, আব্দুল মান্নান, আব্দুল করিম, শহিদ আহমদ, আব্দুস সোবহান, নজির আহমদ, আমির আলী, আইয়ুব আলী, আব্দুল জলিল ও আব্দুস সালাম প্রমুখ।