
রাইজিংসিলেট- আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য থাকছে টানা চার দিনের ছুটি। ২০২৫ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ১ অক্টোবর বুধবার দুর্গাপূজার দিন, আর ২ অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমী উপলক্ষে থাকবে আরও একদিনের ছুটি। এরপর ৩ অক্টোবর শুক্রবার ও ৪ অক্টোবর শনিবার পড়ায় সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিন ছুটি উপভোগ করবেন সরকারি কর্মচারীরা।
প্রাথমিক বিদ্যালয়ে ১১ দিনের ছুটি- দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে টানা ১১ দিন। শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ছুটি শুরু হবে ২৮ সেপ্টেম্বর থেকে। তবে এর আগে ২৬ ও ২৭ সেপ্টেম্বর শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে ২৬ তারিখ থেকেই কার্যত বন্ধ থাকবে বিদ্যালয়গুলো। সব মিলিয়ে ৭ অক্টোবর পর্যন্ত ছুটি শেষে ৮ অক্টোবর থেকে আবার পাঠদান শুরু হবে।
মাধ্যমিক ও কলেজে ১২ দিনের বন্ধ
সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজগুলোতেও দুর্গাপূজার জন্য থাকছে মোট ১২ দিনের ছুটি। ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত পূজার ছুটির সঙ্গে আগের দুই দিনের সাপ্তাহিক ছুটি (২৬-২৭ সেপ্টেম্বর) যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা পাচ্ছে দীর্ঘ বিশ্রাম। ৮ অক্টোবর থেকে পুনরায় শুরু হবে শিক্ষা কার্যক্রম।
কারিগরি ও মাদরাসায় ছুটি সীমিত
কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দুর্গাপূজা উপলক্ষে ছুটি থাকবে মাত্র দুদিন—১ ও ২ অক্টোবর। অন্যদিকে, মাদরাসাগুলোর শিক্ষাপঞ্জিতে দুর্গাপূজার জন্য কোনো ছুটির উল্লেখ নেই।