
টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় অন্তত আটজন কনটেন্ট নির্মাতাকে গ্রেপ্তার করেছে মিশরে পুলিশ। গত এক সপ্তাহের কম সময়ের মধ্যেই এই গ্রেপ্তার অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ‘অশালীনতা ছড়ানো’ ও ‘সামাজিক মূল্যবোধ লঙ্ঘন’-এর অভিযোগ এনেছে মিশরীয় কর্তৃপক্ষ।
গ্রেপ্তার অভিযানকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ও দমনমূলক’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছে মানবাধিকার সংগঠনগুলো। তারা বলছে, এটি মূলত নারী নির্মাতাদের লক্ষ্য করে চালানো একটি পরিকল্পিত দমননীতি, যার উদ্দেশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রণ করা।
মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার হওয়া কনটেন্ট নির্মাতাদের ভিডিওতে অশালীন ভাষা, সামাজিক শালীনতা ভঙ্গ, এবং সোশ্যাল মিডিয়ার অপব্যবহার পাওয়া গেছে। এসব ভিডিওকে তরুণদের জন্য ‘অসুস্থ প্রভাব বিস্তারকারী’ হিসেবেও চিহ্নিত করা হয়েছে।
গ্রেপ্তারের সূত্রপাত ঘটে একটি অনলাইন ক্যাম্পেইন এবং ৩২ জন আইনজীবীর যৌথ অভিযোগ দায়েরের মাধ্যমে। এতে দাবি করা হয়, টিকটকের এসব ভিডিও তরুণ সমাজকে বিভ্রান্ত করছে এবং দেশের সংস্কৃতির পরিপন্থী।
মানবাধিকার সংগঠন Egyptian Initiative for Personal Rights (EIPR)-এর গবেষক লুবনা দরবিশ জানান, “এটি ২০২০ সালের পর সবচেয়ে বড় দমন অভিযান। আগেও যেমন, এবারও মূল লক্ষ্য সেই সব নিম্ন-মধ্যবিত্ত নারী নির্মাতারা, যারা জনপ্রিয়তা ও অর্থ উপার্জনের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় একটি অবস্থান গড়ে তুলেছিলেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস