ঢাকামঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

টিকটক ভিডিও ধারণ করতে নদীতে নামার পর এক কিশোর নিখোঁজ

rising sylhet
rising sylhet
অক্টোবর ১৪, ২০২৫ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ads

চার বন্ধু মিলে বিলের পানিতে টিকটক ভিডিও ধারণ করতে গিয়েছিলেন। তাদের মধ্যে তিনজন নদীতে গোসল করতে নামলে হঠাৎ পানির তীব্র স্রোতে হৃদয় (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছেন।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে টঙ্গী উপজেলার গুটিয়া নদীতে এ ঘটনা ঘটে।

দুই দিন পেরিয়ে গেলেও ফায়ার সার্ভিসের ডুবুরি দল এখনো তাকে উদ্ধার করতে পারেনি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা শহিদুল আলম বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছি। তীব্র স্রোতের কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে।

জানা গেছে, সোমবার দুপুরে চার বন্ধু মিলে টঙ্গীর বিলের পানিতে টিকটক ভিডিও ধারণ করতে যান। তাদের মধ্যে তিনজন নদীতে গোসল করতে নামলে হঠাৎ পানির তীব্র স্রোতে তলিয়ে যায় হৃদয়। অন্য দুই বন্ধু কোনোভাবে নৌকায় উঠে আসেন। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক থাকায় তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ সময় নৌকায় থাকা আরেক বন্ধু ইব্রাহিম চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হন। কিন্তু ততক্ষণে পানির স্রোতে হারিয়ে যায় হৃদয়। পরবর্তীতে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। তাদের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে, উদ্ধার অভিযান শুরু করে। তবে এখনো হৃদয়ের কোনো সন্ধান মেলেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।