রাস্তা পার হতে গিয়ে অবৈধ ট্রলির ধাক্কায় ইব্রাহীম আলী (৬) নামের এক শিশুশিক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনায় ইব্রাহীমের দাদি আনোয়ারা খাতুন গুরুত্বর আহত হয়েছেন।
নিহত ইব্রাহীম কুষ্টিয়ার মিরপুর উপজেলার অঞ্জন-গাছি গ্রামের আহসান হাবীবের ছেলে। বাবার কর্মসূত্রে তারা বটতৈল বিসিক এলাকায় বসবাস করে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের চৌড়হাস এলাকায় প্রতীতি বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ আল মামুন এসে আশ্বাস দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। ট্রলিটিকে হেফাজতে নিয়ে চালককে আটকের জন্য চেষ্টা চলছে।
স্থানীয়রা জানান, প্লে-গ্রুপের শিক্ষার্থী ইব্রাহীমকে নিয়ে তার দাদি আনোয়ারা খাতুন বিদ্যালয়ে আসছিলেন। বিদ্যালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি বালুবাহী ট্রলি দুইজনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইব্রাহিমের মৃত্যু হয়। স্থানীয়রা আনোয়ারাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক।
এদিকে বিক্ষুব্ধ জনগণ ও শিক্ষার্থীদের অভিভাবকরা ট্রলিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় সড়ক অবরোধ করে তারা শহরে মহাসড়কে ট্রলি চলাচল নিষিদ্ধের সিদ্ধান্ত কেন মানা হচ্ছে না জানতে চেয়ে বিক্ষোভ করেন।