ঢাকামঙ্গলবার , ১১ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ট্রাভেল এজেন্ট ওনার্স ক্লাব অব সিলেট এর ইফতার মাহফিল সম্পন্ন

rising sylhet
rising sylhet
এপ্রিল ১১, ২০২৩ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের ট্রাভেল এজেন্ট মালিকদের সংগঠন ট্রাভেল এজেন্ট ওনার্স ক্লাব অব সিলেট এর ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। এতে সিলেটের ট্রাভেল মালিকগণ অংশগ্রহণ সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

মঙ্গলবার নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে এই ইফতার মাহফিল সম্পন্ন হয়।

ট্রাভেল এজেন্ট ওনার্স ক্লাব অব সিলেট এর প্রেসিডেন্ট মো. মিছির আলীর সভাপতিত্বে ও যুগ্ন সম্পাদক দিদার আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ এর সাবেক প্রশাসক আসাদ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটাব সিলেট এর চেয়ারম্যান জিয়াউর রহমান খান রেদোয়ান, ইউ এস সিটিজেন ফোরাম বাংলাদেশের চেয়ারম্যান স্টিভেন ব্রুসি প্লেটনার আটাব সিলেট জোনের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আমজাদ, আটাব কার্যনির্বাহী সদস্য দেওয়ান রুশো চৌধুরী, এডভোকেট ফুরাহিম হোসেন ।

প্রধান অতিথির বক্তব্যে আসাদ উদ্দিন আহমদ বলেন, আল্লাহ তায়ালা ব্যবসাকে হালাল ও সুদকে হারাম করেছেন। যে সব ব্যবসায়ীরা সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করেন মহান আল্লাহ তায়ালা তাদেরকে সফলার চুড়ান্ত শিখরে পৌঁছে দেন। সিলেটের ট্রাভেল এজেন্ট মালিকদের সংগঠন ট্রাভেল এজেন্ট ওনার্স ক্লাব অব সিলেট এই ট্রেডের ব্যবসায়ীদের উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবেন।

গ্রীণ বাংলা ট্রাভেল এন্ড ট্যুরস এর স্বত্বাধিকারী মামুনুর রশিদ মামুনের কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে সূচিত সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সেক্রেটারী জেনারেল মো. মোজাম্মেল হোসেন রুবেল।

বিশেষ অতিথির বক্তব্যে আটাব সিলেট এর চেয়ারম্যান জিয়াউর রহমান খান রেদোয়ান বলেন, ট্রাভেল এজেন্ট ওনার্স ক্লাব অব সিলেট নামে এই সংগঠটি নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে সকল ট্রাভেলস মালিকদের নিয়ে সামাজিক ও সচেতনতামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখছে। আটাব ট্রাভেলস ব্যবসায়ীদের সকল ভালো কাজে সর্বাত্মক সহযোগিতা করবে ইনশাআল্লাহ।

ইফতার মাহফিলটি বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়। ইফতার পূর্ব মোনাজাত পরিচালনা করেন ট্রাভেল এজেন্ট ওনার্স ক্লাব অব সিলেট এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাওলানা আবুল কালাম।

এসময় ক্লাবের সকল সদস্য ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১৬৬ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।