ঢাকাবৃহস্পতিবার , ২৭ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের সক্রিয় সদস্যকে আটক

rising sylhet
rising sylhet
মার্চ ২৭, ২০২৫ ১:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট-চট্টগ্রামগামী ও ঢাকা-সিলেট আন্ত নগর ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের সক্রিয় সদস্যকে মাজহারুল হককে (২৮) আটক করেছে সেনাবাহিনী। বুধবার (২৬ মার্চ) রাত দেড়টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করে সেনাবাহিনী।

আটক মাজহারুল হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলস্টেশনের বুকিং সহকারী।

আটক বুকিং সহকারী মাজহারুল হক কুমিল্লা জেলার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধলেশ্বর গ্রামের মো. ইমদাদুল হকের ছেলে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ জানান, শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী মাজহারুল হক গোপনে প্ল্যাটফরমে ছদ্মবেশে এক যাত্রীর কাছে চোরাইভাবে টিকিট বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন। তাকে রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, এবারই প্রথমবারের মতো বাংলাদেশ রেলওয়ে শতভাগ টিকিট অনলাইন প্ল্যাটফরম সহজ ডট কমের মাধ্যমে বিক্রি করছে। ঈদ উপলক্ষে অধিকসংখ্যক মানুষ ঘরে ফেরার সুযোগকে কাজে লাগিয়ে শায়েস্তাগঞ্জে রেলওয়ের কতিপয় অসাধু ব্যক্তি ট্রেনের টিকিট কালোবাজারির সাথে জড়িয়ে পড়েছে। মাধবপুর উপজেলার সেনাবাহিনী গোয়েন্দা নজরদারি চালিয়ে চক্রটির সন্ধান পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে বুকিং সহকারীকে আটক করা হয়েছে। পরে বুকিং সহকারী মাজহারুল হককে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।