শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৬টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন প্রগতি সিএনজি ফিলিং স্টেশনের সামনে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক পুরুষ মারা গেছেন।
তার বয়স আনুমানিক ৪০ বছর।
সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস বলেন- স্থানীয়রা বলছেন, লোকটি মানসিক ভারসাম্যহীন।
খবর পেয়ে সিলেট রেলওয়ে থানাপুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে পাঠায়।তবে লাশটির পরিচয় শনাক্তের পুলিশে সিআইডি টিম কাজ করছে। লাশের ময়না তদন্ত হবে। পরিবারের সন্ধান পেলে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।
৬৭ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।